গাজীপুরে শ্রমিক-কর্মকর্তাদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১২ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাকশ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানার ভিতরে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করেন ইসলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে খাবার বিরতির পর কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানা সূত্র ও শ্রমিকরা জানায়, কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ শ্রমিককে টার্মিনেশন দেওয়া হয়। টার্মিনেশন দেওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের পাওনাদি পরিশোধ করা হয়। এদিকে শ্রমিকদের অভিযোগ তাদের নাম বিজিএমইএ কালো তালিকায় রাখা হয়েছে। যার কারণে তাদের অন্য কোনো কারখানায় চাকরি হচ্ছে না।

গাজীপুরে শ্রমিক-কর্মকর্তাদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৪

বিজিএমইএ থেকে কালো তালিকা অপসারণের দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকরা রোববার (১ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে কারখানার মূল ফটকে এসে কর্মরত শ্রমিকদের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। এর পরেই ইসলাম গ্রুপের কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু। এসময় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুহূর্ত দোকানপাট বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর এসপি সারওয়ার আলম জানান, শ্রমিকদের সঙ্গে কারখানা কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে বিরাজ করছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।