জাগো নিউজে প্রতিবেদন

সরানো হলো সিদ্ধিরগঞ্জ থানা গেটের বিএনপির ব্যানার-ফেস্টুন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৪

জাগো নিউজে প্রতিবেদন প্রকাশের পর সরানো হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা গেটে লাগানো সব ব্যানার-ফেস্টুন।

বুধবার (৪ ডিসেম্বর) ‘বিএনপির ব্যানার-ফেস্টুনে সয়লাব সিদ্ধিরগঞ্জ থানা গেট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ। পরে সরিয়ে ফেলা হয় সব ব্যানার-ফেস্টুন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সরেজমিন দেখা গেছে, থানা গেট যেসব ব্যানার-ফেস্টুনে সয়লাব হয়ে ছিল তা এখন আর নেই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, রাতেই সব ব্যানার-ফেস্টুন নামিয়ে ফেলা হয়েছে। পুলিশ কার্যালয়ে রাজনৈতিক ব্যানার থাকার কোনো মানে হয় না।

মো. আকাশ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।