নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা
প্রকাশিত: ১১:২৩ এএম, ০৬ ডিসেম্বর ২০২৪

আজ ৬ ডিসেম্বর। মেহেরপুর মুক্ত দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টার দিকে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তর।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাহমুদা খানমসহ জেলার বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণের সময় অংশগ্রহণ করেন।

এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর জাতীয় পতাকা উত্তোলন ও জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা হয়। জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাসহ বীর মুক্তিযোদ্ধারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আসিফ ইকবাল/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।