নোয়াখালীতে জমির বিরোধে বৃদ্ধকে ‌‘পিটিয়ে হত্যার’ অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৩১ এএম, ০৭ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় মো. নুরুল হক বাবুল (৬০) নামে এক বৃদ্ধকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে মিরওয়ারিশপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নুরুল হক বাবুল ওই এলাকার মৃত আনোয়ার উল্যার ছেলে।

নিহতের ছেলে নুরুল আমিন স্বপন জাগো নিউজকে বলেন, আমাদের বাড়ির সামনের ৩৩ শতাংশ জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। কিছুদিন আগে সালিশ বৈঠকে বিষয়টির মীমাংসা হয়। এতে আমাদের ১০ শতাংশ দিয়ে বাকি ২৩ শতাংশ প্রতিবেশীরা নেওয়ার সিদ্ধান্ত হয়।

নুরুল আমিন স্বপন আরও অভিযোগ করেন, কিন্তু সালিশের সিদ্ধান্ত অমান্য করে শুক্রবার বিকেলে তাদের জায়গায় দেয়াল নির্মাণ শুরু করেন ওই প্রতিবেশীরা। এতে আমি ও আমার বাবা ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা দেই। এ সময় আমাকে আটকে রেখে তারা আমার বাবাকে মারধর শুরু করে।

‘এক পর্যায়ে কোদালের হাতল দিয়ে বাবার কাঁধে আঘাত করা হয়। এতে বাবা অজ্ঞান হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখন পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।