আদালত চত্বরে গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়রকে ঝাড়ু নিক্ষেপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ওপর ডিম, জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছে সাধারণ জনতা। এ সময় সাধারণ জনগণ ঝাড়ু নিয়ে তার ওপর আক্রমণ করে। পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে ওঠালে বিক্ষুব্ধ জনতা প্রিজন ভ্যানেও লাথি ও ঢিল ছুড়তে থাকে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয় তাকে। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে।

এদিকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করে বিএনপি।

বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাঁসি চাই।

আদালত চত্বরে গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়রকে ঝাড়ু নিক্ষেপ

প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুর রহমান কিরণকে আদালত পাড়ার গারদ খানার সামনে প্রিজন ভ্যানের দিকে নিয়ে আসছিলেন পুলিশ সদস্যরা। এমন সময় আশপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির কিছু লোকজন স্লোগান দিয়ে তার ওপর ডিম নিক্ষেপ করে। এ সময় আরও কিছু লোক এসে ঢিল ছুড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে প্রস্থান করে।

এরআগে গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়রকে গ্রেফতার করে বিজিবি।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।