বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি নেতার করা বিস্ফোরক আইনের মামলায় শাহ আলম তালুকদার (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শাহ আলম উপজেলার মহিশুরা গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। তিনি উপজেলার গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ নির্বাচনী গণসংযোগকালে ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌঁছান। এসময় সাবেক এমপি হাবিবের নেতৃত্বে তার লোকজন জিএম সিরাজের গাড়িবহরে হামলা চালিয়ে দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর ও ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন ৮ অক্টোবর থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শনিবার রাতে নিজ বাড়ি থেকে শাহ আলম তালুকদারকে গ্রেফতার করে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এলবি/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।