চুরি করতে এসে নারীর হাতে ধরা পড়লো দুই চোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪

দিনের বেলায় এক ভাড়াটিয়ার ঘরের দরজার তালা ভেঙে ডাকাতি করতে ঢুকেছিল চোর। পরে কৌশলে তাদের আটকে পুলিশে সোপর্দ করেছেন ওই ঘরের ভাড়াটিয়া নারী। পরে মামলাও করেছেন তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার খোকসা থানা সদরের স্কুলপাড়ার শাজাহান মাস্টারের দোতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া ইউটিউবার মুন্নি আক্তার কণার বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুন্নি আক্তার বলেন, সকালে ছাদে রোদে বসে সংসারের কাজ করছিলাম। স্বামী ছিলেন বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে। হঠাৎ তালা ভাঙার শব্দ শুনতে পাই। দ্রুত ছাদ থেকে নেমে আসি। এসে দেখি ঘরের তালা ভাঙা। পরে ঘরের মধ্যে চোরদের দেখে কৌশলে দরজা আটকে দিই। এসময় একজন বেরিয়ে যায়। তাকেও বাড়ির কলাপসিবল গেটে আটকে চিৎকার দিই।

চোরদের আটকাতে গিয়ে ডান হাতে আঘাত পেয়েছেন মুন্নি। তার একটি সোনার আংটি ও ১৫ হাজার টাকা খোয়া গেছে।

মুন্নি ২০০৮ সালে এসএসসি পাস করার পর সংসার জীবন শুরু করেন। শখের বশে কয়েক বছর আগে ‘আমার রান্না’ নামের একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিয়মিত রান্নাবিষয়ক ভিডিও আপলোড করেন।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তালা ভেঙে চুরির উদ্যোগ নিয়েছিল। ভাড়াটিয়া নারীর সাহসিকতায় দুজনকে ধরা সম্ভব হয়েছে।

আল-মামুন সাগর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।