বাংলাদেশের অগ্রগতিতে ঈর্ষান্বিত বিশ্ব : শিল্পমন্ত্রী


প্রকাশিত: ১১:১০ এএম, ১৪ মে ২০১৬

বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফরে গেলে তারা জিজ্ঞাসা করেন কিভাবে বাংলাদেশকে এতো এগিয়ে নিয়ে গেলেন। বিশ্ব বাংলাদেশের অগ্রগতি ঈর্ষান্বিত হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার ঝালকাঠি পৌরসভা চত্ত্বরে নবনির্বাচিত পৌর মেয়রের আয়োজনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের এমপি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে নাগরিক সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলার ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যই আল্লাহ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। তাকে বার বার হত্যাচেষ্টা করার পরেও ষড়যন্ত্রকারীরা সফল হয় নাই। এখন তার নেতৃত্বে দেশের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। যার জন্য দেশকে এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে।

ঝালকাঠির উপর প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারি রয়েছে বলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুদৃষ্টি থাকার কারণেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে ভিডিও কনফারেন্সের জন্য ঝালকাঠিকে বেছে নিয়েছেন। ২০০৯ সালে বরিশালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পদ্মা সেতু ও পায়রা বন্দর নির্মাণ হলে দেশ আরো উন্নত হবে। তখন অন্য দেশগুলো আমাদেরকে অনুসরন করবে।

শিল্পমন্ত্রীকে দেয়া নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধূরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, নলছিটি পৌর মেয়র তসলিম উদ্দিন চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আ. রশিদ হাওলাদার, জেলা বণিক সমিতির সভাপতি মাহবুব হোসেন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোবারেক হোসেন মল্লিক প্রমুখ।

আতিকুর রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।