নারায়ণগঞ্জে শ্রমিক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:১৮ এএম, ২১ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচরে সিয়াম (১৮) নামে এক কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে শিয়াচর তক্কার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাঁচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে।

সিয়ামের সহযোগীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে রাতে বেশ কয়েকজন পিলকুনী পাঁচতলার সামনে থেকে সিয়ামকে অটোরিকশা যোগে তক্কার মাঠ মসজিদ সংলগ্ন খানকা মাঠে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কুপিয়ে পুনরায় রিকশায় করে পাচঁতলার সামনে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দার তাকে রাস্তা থেকে তুলে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিয়ামের মা কাঞ্চন বলেন, রাতে সিয়ামকে ফোন করলে সে আমাকে বলে বাসায় ফিরতে রাত ১০টা বাজতে পারে। কিছুক্ষণ পর দুই থেকে তিন জন ছেলে বাসায় এসে জানায় সিয়ামকে সন্ত্রাসীরা কুপিয়েছে। তবে কারা কি কারণে কুপিয়ে আমার ছেলেকে হত্যা করেছে এই মুহূর্তে বলতে পারছি না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সিয়াম নামে এক হোসিয়ারী শ্রমিককে কোপায় সন্ত্রাসীরা। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার রহস্য উদ্‌ঘাটনসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মোবাশ্বির শ্রাবণ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।