নাটোরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫

নাটোরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। মেলায় হস্ত ও কারুশিল্পের মোট ২০টি স্টল স্থান পেয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নাটোর বিসিক শিল্পনগরী প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর জেলা বিসিকের ব্যবস্থাপক দিলরুবা দীপ্তির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, রাজশাহী বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা চাই আমাদের দেশ থেকে দারিদ্র্য দূর হোক। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে পারলে আমরা দারিদ্রমুক্ত হতে পারবো। কর্মসংস্থান তৈরি করতে পারলে আমাদের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব হবে। সেক্ষেত্রে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।