সেলিমুজ্জামান সেলিম

ফ্যাসিস্ট সরকারের কোনো দোসরের ঠাঁই বিএনপিতে হবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিএনপিতে ফ্যাসিস্ট সরকারের কোনো দোসরের ঠাঁই হবে না। ইতোমধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন- কোনো আওয়ামী প্রেতাত্মাদের বিএনপিতে নেওয়া যাবে না।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান বলেন, ২০০৮ সালে আমি নির্বাচন করেছি। কিন্তু আমি দেখেছি মুকসুদপুরে এ গোপালগঞ্জে কোনো নির্বাচন হয় না। এখানে বুথ ঘরে ভোট দেওয়া হয় না। রাতের ভোটের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়ে বাক্সবন্দি করা হয়। এখানে মুষ্টিমেয় কয়েকজন মানুষ আছেন যাদের আপনারা চেনেন জানেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এ সমস্ত সন্ত্রাসীদের জায়গা আর মুকসুদপুর হবে না।

ফ্যাসিস্ট সরকারের কোনো দোসরের ঠাঁই বিএনপিতে হবে না

তিনি বলেন, আপনারা এমন কোনো কর্মকাণ্ডে জড়াবেন না যাতে বিএনপির বদনাম হয়। দেশনেত্রী খালেদা জিয়ার বদনাম হয়। দেশনায়ক তারেক রহমানের বদনাম হয়। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো।

বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম মোর্তুজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন মিনার সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপির সদস্য ডা. কেএম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শিকদার লেলিন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি মো. আবুল বাশার বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

আশিক জামান অভি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।