তরুণ প্রজন্মকে পড়ালেখায় আরও বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে পড়ালেখায় বেশি গুরুত্ব দিতে হবে। তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত। অনেক বেশি জানে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে ঢাকা কলেজ শিক্ষার্থীদের পুনর্মিলনীতে তিনি এসব কথা বলেন।

তরুণ প্রজন্মকে পড়ালেখায় আরও বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল

তিনি বলেন, আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম। একসময় ঢাকার সবচেয়ে উঁচু প্রতিষ্ঠান ছিলেন। এ গৌরবটা যেনো আমরা না হারাই।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও সদস্যসচিব মাজহারুল হক সোহাগ পরিচালনায় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও সাংবাদিক শফিকুর রেহমান উপস্থিত ছিলেন।

তরুণ প্রজন্মকে পড়ালেখায় আরও বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল

এদিকে এদিন বর্ণিল আয়োজন আর উচ্ছ্বাস আমেজে অনুষ্ঠিত হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী এতে অংশ নেয় শিক্ষা প্রতিষ্ঠানটি বিভিন্ন শিক্ষাবর্ষে কয়েক হাজার প্রাক্তন ছাত্ররা। কেউ আসেন স-পরিবারে, কেউ বন্ধুর দলে।গান-নাচ সহ নানা আয়োজনে মেতে উঠে অতিথিরা। এতে আয়োজনস্থল মিলনমেলায় পরিণত হয়।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।