ভৈরবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে দুই কারখানাকে জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে দুটি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের বাজার ও জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুওয়ান আহমেদ রাফি।

jagonews24

এ সময় পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, জেলা কার্যালয়ের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা, ভৈরব পৌরসভার স্যানেটারি পরিদর্শক নাসিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রিদুওয়ান আহমেদ রাফি জানান, নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে দুটি কারখানা মালিককে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।