ভোলায় বিদেশি অস্ত্র-মাদকসহ আটক ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২৫

ভোলায় দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার মো. রিফাত আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র, ১০ রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ১২০ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, দুটি ল্যাপটপ ও নগদ চার লাখ ৬২ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মো. রাসেল (৪৪), পাভেল বিশ্বাস (৪৮), গৌতম বণিক (৪৫), মো. লিটন (৫২), মো. মাহবুব (৩০) ও পারুল বেগম (৪০)। তারা সবাই ভোলা সদর উপজেলার বাসিন্দা।

লে. কমান্ডার মো. রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড শহরের উকিলপাড়া, মুসলিমপাড়া, সদর উপজেলার মুন্সির চর ও গুইংগারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।