ধাওয়া করে যুবককে গুলি করলেন যুবদল কর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:১৩ এএম, ২০ জানুয়ারি ২০২৫

মুন্সিগঞ্জ সদরে পূর্বশত্রুতার জেরে এক যুবকের পায়ে গুলি করে পালানোর অভিযোগ উঠেছে ইমরান নামের এক যুবদল কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙ্গা বালুর মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আহত তুহিন (৩০) ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

তুহিন বলেন, ইমরান মুন্সী ডিঙাভাঙা এলাকায় আমাকে কিছু লোক নিয়ে আটকায়, পরে জেনিথ নামের আরেকজনকে ফোন দিয়ে ঘটনাস্থলে আনে। আমি দৌড় দিলে আমার পিছে পিছে ওরাও দৌড়ে আসে। পরে ইমরান মুন্সি আমাকে গুলি করে।

স্থানীয় সূত্র জানায়, ইমরান স্থানীয় রমজান মুন্সির ছেলে ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর জেনিথ একই এলাকার মহিউদ্দিন আহমেদের ছেলে।

এ বিষয়ে কয়েক দফা যোগাযোগ করা হলেও ইমরান ও জেনিথের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইমরান নামে একজন গুলি করেছেন বলে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।