সুনামগঞ্জে সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২০ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি ও ৯২ কেজি জিরাসহ চারটি পিকআপ ভ্যান জব্দ করেছে বিজিবি।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকা ছাতারকোনা থেকে থেকে এসব পণ্য জব্দ করে সুনামগঞ্জ ২৮ বিজিবি।

বিজিবি জানায়, অবৈধভাবে চিনি, বিড়ি ও জিরা নিয়ে আসা চোরাকারবারিদের বিষয়ে গোপন তথ্য পেয়ে রাতভর অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এসব মালামাল রেখেই চোরাকারবারিরা পালিয়ে যান। পরে এসব মালামাল জব্দ করা হয়। এগুলোর মূল্য প্রায় কোটি টাকা।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় আমাদের কঠোর নজরদারি রয়েছে।

লিপসন আহমেদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।