টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২০ জানুয়ারি ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ সোহান মোল্লা (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহান মোল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও গিমাডাঙ্গা এলাকার ওলিয়র রহমানের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কারও স্থান ছাত্রদলে হবে না।

আশিক জামান অভি/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।