মানিকগঞ্জ
ভূমি অধিগ্রহণ ছাড়া সড়ক নির্মাণ চান না ব্যবসায়ীরা

মানিকগঞ্জের হরিরামপুরে সেতুর সংযোগ সড়ক নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন হয়।
জানা যায়, ঝিটকা-বাল্লা-পাটুরিয়া আঞ্চলিক সড়কের উপজেলার ঝিটকা বাজারের পেঁয়াজ হাটা সংলগ্ন খালের ওপর প্রায় তিন বছর আগে সেতুর নির্মাণ কাজ শুরু করে সড়ক বিভাগ। চলতি বছরে নির্মাণ কাজ শেষ হতেই না হতেই শুরু হয় সেতুর দুই পাশে সংযোগ সড়কের কাজ।
২০২২-২৩ অর্থবছরে এ সংযোগ সড়কটির কাজ পায় ধ্রুব কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে সেতুর দুই পাশে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্য ও ১৮ ফিট প্রস্থ সংযোগ সড়কটির কাজ শুরু হতেই বাজারের ব্যবসায়ীরা কাজে বাধা দেন।
ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কোনো প্রকার নোটিশ না দিয়ে এবং জমি অধিগ্রহণ না করেই সড়ক বিভাগ বিজের সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেছে। বিষয়টি প্রাথমিকভাবে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন তারা। এতে গত শুক্রবার উপজেলা ভূমি অফিস নির্মাণাধীন সড়কের কাজ স্থগিত করে।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এই বাজার। এখানে বিগত আওয়ামী সরকারের আমলে সড়ক বিভাগ স্থানীয় প্রশাসনসহ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ না করে, অপরিকল্পিতভাবে একটি সেতু নির্মাণ করে সংযোগ সড়ক নির্মাণে বাজারের সরকারিভাবে বরাদ্দ দেওয়া ও ব্যক্তি মালিকানাধীন দোকানঘর উচ্ছেদের চেষ্টা করে। আমরা অপরিকল্পিত এই বিলাসী সেতু চাই না। এই সংযোগ সড়কের কাজ বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
ঝিটকা বাজার বণিক সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- গালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মুকুল, ঝিটকা বাজার ব্যবসায়ী মো. আব্দুল হাই শিকাদর পিয়ারা, মো. আবুল বাশার, কামরুল হাসান বিপ্লব ও ঝিটকা দরবার এ লোকমানিয়ার গদীনশীন সৈয়দ আখতার হোসেন।
এ বিষয়ে হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ জাগো নিউজকে বলেন, যারা কাজ করছেন তাদের কাজ বন্ধ রাখতে বলেছি। সরকারি কিংবা মালিকানা যে কোনো জায়গায় কাজ করতে গেলে অবশ্যই জমি অধিগ্রহণ করতে হবে। আইনের বাইরে গিয়ে কারও কাজ করার সুযোগ নেই। ভূমি অধিগ্রহণ ছাড়া এই কাজ সড়ক বিভাগ করতে পারে না। এটা তাদের এখতিয়ার নেই।
মো. সজল আলী/জেডএইচ/এমএস