হবিগঞ্জে ট্রাক পিকআপ সংঘর্ষ : নিহত ২


প্রকাশিত: ০৩:৪৬ এএম, ১৮ মে ২০১৬

হবিগঞ্জের বাহুবলে পিকআপের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ডুবাঐ বাজারে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ভোরে ঢাকামুখী ধানের বীজবহনকারী একটি পিকআপভ্যান (ঢাকা মেট্রো ন ১৪-০৯৮৮) ডুবাঐ বাজারেরর আখনজী ফিলিং স্টেশনের কাছে দাঁড়ানো একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও হেলপার নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, লাশ থানায় এনেছি। তবে এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।