ফেসবুকে ট্রেনের টিকিট বিক্রি, যুবক আটক

১২টি টিকিটসহ হৃদয় মিয়া (৩২) নামের কালোবাজারিকে আটক করেছে রেল পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাকে কারাগারে পাঠানো হয়েছে। হৃদয় মিয়া নরসিংদী সদর উপজেলার মানিক মিয়ার ছেলে ।
এর আগে বুধবার রাতে ভৈরব রেলওয়ে থানা পুলিশ নরসিংদী স্টেশন থেকে টিকিটসহ যুবককে আটক করে।
ভৈরব রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে ৩৩ আসনের ১২টি টিকিটসহ তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিকিট বিক্রি করতেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহেমদ বলেন, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম