পারশে মাছের পোনার ট্রলারসহ আটক ১০

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫

বেআইনিভাবে সুন্দরবন থেকে আহরিত পারশে মাছের পোনা জব্দ করেছে বনবিভাগ। জব্দকৃত মাছ সুন্দরবনের নদীতে ফের অবমুক্ত করা হয়েছে।

পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপনে সুন্দরবনের নদী-খাল থেকে অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণ করে তা সড়ক পথে পাচার করা হচ্ছিল।

এমন খবরে বৃহস্পতিবার ভোরে মোংলার পশুর নদী সংলগ্ন বগুড়া নদীর ঘাটে অভিযান চালায় বনবিভাগ। এসময় একটি ট্রলার আটক করা হয়।

jagonews24

আটক করা হয় ট্রলারে থাকা ১০ জেলেকে। পরে ওই ট্রলার থেকে ৫০ হাজার পিস পারশে মাছের পোনা জব্দ করা হয়।

এ ঘটনায় বন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, আটক ট্রলার ও জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান।

আবু হোসাইন সুমন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।