উপদেষ্টা মাহফুজ

আ’লীগ ফেরত এলে ফ্যাসিবাদ আবার ফেরত আসবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে, তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় ছাত্র-জনতার সঙ্গে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থি আছেন, তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, সব দলের পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা হবে। আমরা আর শেখ মুজিব-শেখ হাসিনা ফ্যাসিবাদীদের শাসনামল চাই না। আমরা চাই এই দেশ বাংলাদেশ পন্থিদের হাতে থাকবে।

তিনি আরও বলেন, আওয়ামী স্বৈরাচারী আমলে মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে নিপীড়িত হয়েছে। ওই সময় দেশে খুন-গুম ও ধর্ষণসহ দুর্নীতি হয়েছে। যেসব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, ওই প্রতিষ্ঠানগুলো সংস্কারসহ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার ব্যবস্থা করা এই সরকারের অঙ্গীকার।

শরীফুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।