বিস্ফোরক মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চাটমোহর পৌর শহরের একটি বাসা থেকে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে।

শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম।

তিনি জানান, আজিদা পারভীন পাখি হান্ডিয়ালে বিস্ফোরক মামলার আসামি। বেশ কিছু দিন ধরে তিনি চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। শনিবার সকালে কোর্টের মাধ্যমে পাবনা জেলহাজতে তাকে প্রেরণ করা হয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।