রফিকুল ইসলাম খান

জামায়াত-শিবির কারও কাছ থেকে পাঁচ টাকাও চাঁদা নেয়নি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত-শিবির কারও কাছ থেকে পাঁচ টাকাও চাঁদা নেয়নি। কারও এক শতক জায়গাও দখল করেনি। তবে অন্যরা জায়গা দখল ও চাঁদা ঠিকই নিয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী ডিগ্রি কলেজ মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ৫ আগস্টের পর অমুসলিমদের মন্দির, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর পাহারা দিয়েছে জামায়াত-শিবিরের লোকেরা। অথচ অতীতে অন্যরা মন্দির ভেঙে জামায়াত-শিবিরের নাম দিয়েছেন। এ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হলে আর কোনো দলের পাহারার প্রয়োজন হবে না। ইসলামী সরকার তাদের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা করবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত-শিবির কারো কাছ থেকে পাঁচ টাকাও চাঁদা নেয়নি

তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। এ দেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই বাংলাদেশের নাগরিক। আর নাগরিক হিসেবে একজন মুসলমান যে অধিকার পাবে। একজন অমুসলিমও সেই অধিকার পাবে।

রায়গঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি আলী মর্তুজার সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুল আলম ও সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, তাড়াশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহাজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এম এ মালেক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।