ভেড়ার সঙ্গে এ কেমন শত্রুতা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫
মুন্সিগঞ্জ সদরে গর্ভবতীসহ ১১টি ভেড়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে দুটি গর্ভবতীসহ ১১টি ভেড়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভেড়াগুলোর মধ্যে দুটি চার মাসের গর্ভবতী, চারটি বাচ্চা এবং পাঁচটি পূর্ণবয়স্ক ছিল।

শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে মিরকাদিম পৌরসভার গোয়ালঘূর্নী এলাকায় বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড বিফ ফ্যাটেনিংয়ে এ ঘটনা ঘটে।

খামারটির দেখভালের দায়িত্বে থাকা মো. মামুন বলেন, ‘তিন বছর ধরে এই খামারে কাজ করছি। খামারের আশপাশে স্থানীয় মাদকসেবীরা মাদক সেবন করতো। তারা এখানে আড্ডা দিতো। আমরা তাদের মাদক সেবন করতে নিষেধ করেছিলাম। এতে হয়তো ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে তারাই ভেড়াগুলোকে নির্মমভাবে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘রাত ২টার দিকে কুকুরের ডাকাডাকির শব্দে উঠেছিলাম। তখনো ভেড়াগুলো ঠিকঠাক ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি ভেড়াগুলো মৃত অবস্থায় পড়ে আছে। শরীরে কোপের আঘাত ছিল। রক্ত ঝরছিল।’

বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড বিফ ফ্যাটেনিংয়ের স্বত্বাধিকারী মো. আশিক বলেন, ‘আমার মাছের ঘের এবং গরু ও ভেড়ার খামার রয়েছে। গত পাঁচ বছর ধরে এ খামারটি করেছি। যে ভাড়াগুলো মারা হয়েছে, তার মধ্যে দুটি চার মাসের গর্ভবতী ছিল। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারও সঙ্গে শত্রুতা নেই। কী কারণে বোবা প্রাণীগুলোকে হত্যা করা হলো তা জানি না। যারা এমন নির্মম ঘটনা ঘটিয়েছে তাদের বিচার চাই।’

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাটি শোনার পর আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।