একদিনে মোংলায় ভিড়েছে ৩ বিদেশি জাহাজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

মোংলা বন্দরে একদিনে ভিড়েছে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। সোমবার (২৭ জানুয়ারি) জেটিতে ভিড়া জাহাজসহ বন্দরে ১৭ বিদেশি জাহাজের অবস্থান করছে।

বন্দর সূত্র জানায়, বন্দরে পানামা পতাকাবাহী জাহাজ এমভি কেএস রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে ৯ নম্বর জেটিতে ভিড়েছে। আর মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি মারসক নামক জাহাজটি ৭ নম্বর জেটিতে ও ভারতের পতাকাবাহী এমভি জাইরা নামক জাহাজটি ৬ নম্বর জেটিতে ভিড়েছে।

একদিনে মোংলায় ভিড়েছে ৩ বিদেশি জাহাজ

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, এ বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত বন্দরে ৭৪টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এ সব জাহাজে এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্য সামগ্রী ও রিকন্ডিশন গাড়ি ছিল।

আবু হোসাইন সুমন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।