বান্দরবানে তিন কিশোরী উদ্ধার


প্রকাশিত: ০২:৪৮ এএম, ১৯ মে ২০১৬

চট্টগ্রাম থেকে নিখোঁজের তিন দিন পর বুধবার রাতে বান্দরবানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ১৬ মে তিন কিশোরী চট্টগ্রামের বাসা থেকে মোট ৬২ হাজার টাকা নিয়ে কাউকে না বলে বের হয়ে যায়। মেয়েদের না পেয়ে তাদের বাবা মা ওই দিনই সিএমপি`র ইপিজেড থানায় একটি সাধারণ ডাইরি করেন। পরে পুলিশ বান্দরবানের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে স্থানীয় বখাটের কবল থেকে তাদেরকে উদ্ধার করে।     

তিনি আরো জানান,  তিন কিশোরী দুইদিন কক্সবাজারে বেড়িয়ে বান্দরবানে বেড়াতে আসে। এরা তিনজন বান্ধবী এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রী।              

এদিকে বুধবার রাতেই এই কিশোরীদের তাদের অভিবাবকদের হাতে তুলে দিয়েছে বান্দরবান জেলা পুলিশ।

সৈকত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।