কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

ক্রীড়াঙ্গনের বাইরের লোক দিয়ে গঠন করা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন জেলার ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংগঠকরা। এসময় কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

এছাড়াও ঘোষিত কমিটি বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় কুমিল্লা জেলায় সব ধরনের খেলাধুলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ জানুয়ারি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এই কমিটি ঘিরে সমালোচনা হচ্ছে কুমিল্লা জেলাজুড়ে। এছাড়া কুমিল্লা ক্রীড়াঙ্গনের সঙ্গে যারা জড়িত আছি, এই কমিটি দেখে বেশ মর্মাহত। যাদের সঙ্গে ক্রীড়াঙ্গনের কোনো যোগাযোগ নেই, এমন কয়েকজন এই কমিটিতে জায়গা পেয়েছেন। এমন অগ্রহণযোগ্য কমিটি আমরা মেনে নিতে পারছি না। আমরা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এ কমিটি চলমান থাকলে জেলা ক্রীড়া সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেওয়া হয়। কুমিল্লা ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত খেলোয়াড়, কোচ, সংগঠক ও কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে ৭ সদস্যের প্রস্তাবিত এডহক কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠান। কিন্তু সম্প্রতি প্রস্তাবিত কমিটির ৩ সদস্যকে (ব্যাডমিন্টন খেলোয়াড় ও সংগঠক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু ও ক্রীড়া সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু) বাদ দিয়ে বিতর্কিত লোকদেরকে অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষিত হয়।

কুমিল্লা জেলা ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, কোচ ও সংগঠকদের পক্ষে বক্তব্য রাখেন, আদর্শ সদর ফুটবল দলের ম্যানেজার ও সংগঠক সাইফুল ইসলাম রায়হান, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ফুটবল কোচ তুহিন, শাহীন, কারাতে অ্যাসোসিয়েশনের ন্যান্সি আবু, ন্যান্সি আলম, সাবেক ক্রিকেটার উল্লাসসহ বর্তমান ও সাবেক খেলোয়াড়রা।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।