প্রত্যেকটি অবিচারের বীজ দুর্নীতি: দুদক চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫
দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, ৫ আগস্টের মতো বিভিন্ন সময় যে আন্দোলন সৃষ্টি হয়, তার কারণ হলো সমাজে আমরা এক ধরনের অবিচার লালন করি। প্রত্যেকটি অবিচারের বীজ হলো দুর্নীতি।

তিনি আরও বলেন, আমাদের সবার আকাঙ্ক্ষা ন্যায় বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছা।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে কুমিল্লায় দুদকের ১৭০তম গণশুনানির উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

এসময় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যেকটি অবিচারের বীজ দুর্নীতি: দুদক চেয়ারম্যান

দুদকে যারা কাজ করছেন তারা দুর্নীতিগ্রস্ত কিনা সে বিষয়টি সবাই খেয়াল রাখার আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, আপনারা এটি যদি নিশ্চিত করতে পারেন যারা দুর্নীতি দমন কমিশনে কাজ করছেন তারা দুর্নীতিগ্রস্ত নয়, তাহলে দুর্নীতি দমনে বেশ খানিকটা অগ্রগতি হচ্ছে।

দুর্নীতি দমনের প্রধান সংকট সেবাদাতাকে নিয়ে উল্লেখ করে তিনি বলেন, সেবাগ্রহীতার ভলো সেবা পাওয়ার প্রত্যাশা থাকতেই পারে। সেবাদাতা যারা তারা যদি ক্ষমতা অপব্যবহার না করেন, ক্ষমতাকে দায়িত্ব মনে করেন তাহলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যাবে।

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড, বিদ্যুৎ বিভাগ, জেলা সদর হাসপাতাল, কুমিল্লা পাসপোর্ট অফিস, জোনাল সেটেলমেন্ট অফিসসহ বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে গ্রাহকদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।