ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫
পাঁচ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গিতে ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয়দের অবরোধের কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল থেকে যানচলাচল স্বাভাবিক হয়।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টা থেকে ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের শত শত বাসিন্দা রাস্তার প্রতিবন্ধকতা দূরীকরণের দাবি নিয়ে সড়কে অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিকেল সাড়ে ৪টার দিকে স্বাভাবিক হয়।

যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস।

ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

পুলিশ ও অবরোধকারীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি ও গোলড়া বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকা থেকে গোলড়া গ্রামে যাতায়াতের মেঠো পথের সড়ক ছিল। পরে ওই জমিতে কারখানা করা হলে পায়ে হাঁটার রাস্তা বন্ধ হয়ে যায়। গোলড়া গ্রামের লোকজন পুরোনো সেই রাস্তা বহালের দাবিতে মহাসড়কে অবস্থান নেন।

খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পরে গ্রামবাসী ও কারখানার মালিকদের সঙ্গে আলাপ আলোচনার পরে বিকেল সাড়ে৪টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সজল আলী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।