সিরাজগঞ্জে ধর্ষণের অভিযোগে ট্রাকচালকের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২০) ধর্ষণের দায়ে চালক সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলার নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা বগুড়া সদর উপজেলার আশুখোলা গ্রামের মনসুর আলীর ছেলে।

আদালতের সরকারি কৌঁসুলি মাসুদুর রহমান জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি সোহেল রানার উপস্থিতিতে এ আদেশ দেন। এ মামলার ওহাব নামের অন্য আসামি ২০২৩ সালের ১২ মে কারাগারে মারা যান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি করোনাকালীন সময়ে চন্দ্রা থেকে ভিকটিমসহ দুজন পুরুষ যাত্রী নিয়ে ড্রাইভার সোহেল রানা ও হেলপার ওহাব সেখ ট্রাকযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার হয়ে ট্রাক থামিয়ে ড্রাইভার বলে ট্রাকটি নষ্ট হয়েছে। মেরামত করতে সময় লাগবে। এতে দুই পুরুষ যাত্রী ট্রাক থেকে নেমে পড়েন। তবে ওই মানসিক ভারসাম্যহীন যাত্রী রিমি ট্রাকের কেবিনের মধ্যে ছিলেন। পরে চালক সোহেল রানা ভিকটিমকে ধর্ষণ করে। চিৎকার শুনে ওই ট্রাকের এক যাত্রী ঘটনাটি মুঠোফোনে ভিডিও ধারণ করেন। বিষয়টি বুঝতে পেরে আসামিরা ভিকটিমসহ ট্রাকটি নিয়ে বগুড়ার দিকে চলে যান।

ওই পুরুষ যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করলে, যমুনা সেতুর পশ্চিম কড্ডার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তরুণীর বাবা আলতাফ হোসেন ট্রাকচালক ও হেলপারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার নেয় ট্রাকচালক।

এম এ মালেক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।