ইমামের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:২৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

ফরিদপুরের সদরপুরে আব্দুল আহাদ (৪৩) নামে এক মসজিদের ইমামের বিরুদ্ধে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুর ফুফা অভিযোগ করে জাগো নিউজকে বলেন, ইমাম আব্দুল আহাদ শিশুটিকে বাদাম খাওয়ানোর লোভ দেখিয়ে মসজিদের বারান্দায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। পরে শিশুর চিৎকার শুনে তার মা এসে তাকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি আব্দুল আহাদকে পুলিশের হাতে তুলে না দিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছেন।

শিশুটির দাদি জাগো নিউজকে বলেন, আমার চার বছরের নাতনি। তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুবই খারাপ। চিকিৎসা চলছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জাগো নিউজকে বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। অভিযুক্ত ইমামকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এন কে বি নয়ন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।