ফেনীতে ছাত্রলীগ সন্দেহে দুজনকে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:২১ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, গাইবান্ধা জেলার ফারুকুল ইসলামের ছেলে মোতাসিম ফুয়াদ ও নোয়াখালীর চর জব্বর এলাকার কার্তিক তালুকদারের ছেলে নির্ভয় তালুকদার।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আটকরা ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা গাজীপুরে একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছেন। রোববার দুপুরে ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য এলে তাদের আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক ও ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের শিক্ষার্থী সালাউদ্দিন বলেন, আন্দোলনের সময় তারা আমাদের হোস্টেলের শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগ করতে নানা হুমকি দিয়েছিল। তখন শিক্ষার্থীরা হোস্টেল না ছাড়লে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। তারা সবসময় ক্যাম্পাসে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে চলাফেরা করতো।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানায় আছেন। অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।