প্রধান শিক্ষক নিয়োগে দর ১৫ লাখ!


প্রকাশিত: ০৫:১১ এএম, ২০ মে ২০১৬

প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর এ পর্যন্ত ১৫ লাখ টাকা দর ওঠার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বেশ কয়েক মাস ধরে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি খালি রয়েছে। তার কিছু দিন পর সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন বর্তমান ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবীনেওয়ার খালাতো ভাই শফিকুল ইসলাম। তিনি দায়িত্ব গ্রহণের পর পরই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেন পত্রিকাতে। এতে আবেদন জমা পড়ে ১৩টি।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, নিয়োগ কমিটির অধিকাংশ সদস্যই আছেন যারা যোগ্যতার মাপকাঠিতে বিচার না করে যে প্রার্থী তাদের চাহিদামতো পেট ভরাতে পারবেন তিনিই যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত হবেন। এ নিয়ে ম্যানেজিং কমিটি ও প্রার্থীদের মধ্যে চলছে দর কষাকষি। এ পর্যন্ত দর উঠেছে ১৫ লাখ। এ টাকার পরিমাণ আরো বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন তারা। প্রার্থীর দরদাম চূড়ান্ত হলেই তাকে নিয়োগ পরীক্ষা নাটকে প্রথম করার সব ব্যবস্থা পাকাপোক্ত করা হবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ২ জন চাকরি প্রার্থী হতাশা প্রকাশ করে বলের, আমাদের সব থেকে ভাল রেজাল্ট ও ভাল অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমরা বাদ যাবো। কারণ আমাদের তো অতো টাকা দেয়ার ক্ষমতা নেই।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জানান, নিয়োগ পরীক্ষা ফেয়ারভাবেই করার চেষ্টা করছি এবং যোগ্য প্রার্থীকেই নিয়োগ দেয়া হবে। এজন্য খুব চাপেও আছি। আর ডোনেশন ছাড়া এখন তো কোনো চাকরিই হয় না।

আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।