প্রেমিকাকে দড়ি দিয়ে বেঁধে রাতভর নির্যাতন!


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ১৭ মে ২০১৬

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে প্রেমিকাকে দড়ি দিয়ে বেঁধে রাতভর নির্যাতনের ঘটনা ঘটেছে। বিয়ের দাবি নিয়ে প্রেমিক বকুল হোসেনর বাড়িতে গেলে প্রেমিকার উপর এ নির্যাতন চালানো হয়।

জানা গেছে, সোমবার রাতে পার্শ্ববর্তী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের জালাল শেখের মেয়ে হাসনা বেগম নিজের বিয়ের দাবিতে আশ্রয় নেয় পাশের গ্রামের ইমান আলীর ছেলে বকুলের বাড়িতে। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বকুল হোসেন।

কিন্তু বকুলের বাড়িতে আশ্রয় নেওয়ার পর মধ্যরাত থেকে বকুল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা হাসনার উপর নির্যাতন শুরু করে। একপর্যায়ে ঘরের বারন্দার খুঁটির সঙ্গে তাকে দড়ি ও চেন দিয়ে বেধে রাখা হয়। পরে সকালে গ্রামবাসী তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। তবে এঘটনায় ওই বাড়ির সবাই পালিয়েছে।

নির্যাতনের শিকার হাসনা বেগম  জানান, তাকে বিয়ের আশ্বাস দিয়ে ডেকে নিয়ে এই অমানবিক অত্যাচার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।