রপ্তানি বিনিয়োগ-শিল্প খাতের সংকট নিরসনে টাস্কফোর্সের সুপারিশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

রপ্তানি, বিনিয়োগ ও শিল্প খাতের বিদ্যমান সংকট নিরসনে বিভিন্ন সুপারিশ করেছে টাস্কফোর্স। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে বিভিন্ন খাতের সুপারিশগুলো তুলে ধরা হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, রপ্তানি বিনিয়োগ ও শিল্প খাতের যেসব সুপারিশ তুলে ধরা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- শিল্পের ন্যায্য মজুরি কাঠামো নিশ্চিতকরণ, ব্যবসা সহজ করতে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার, সম্ভাবনাময় রপ্তানি পণ্যের জন্য বিশেষ সহায়তা প্রদান, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে আইনি কাঠামোর প্রয়োজনীয় সংস্কার, প্রযুক্তি নির্ভর পণ্যের রপ্তানি বাড়াতে গবেষণা কার্যক্রম জোরদার, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, দেশের শিল্প পার্কগুলোর মধ্যে উচ্চগতি ট্রেন চালু, এসএমইগুলোর জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা কাঠামো আরও শক্তিশালীকরণ, সম্ভাবনাময় শিল্প ও ব্যবসার জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ বৃদ্ধি, এসএমএসসহ সব শিল্প ও ব্যবসায় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রচেষ্টা জোরদার, স্টার্ট আপের বিকাশে প্রয়োজনীয় সহায়তা দেওয়া ও শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া।

এমইউ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।