সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে বিসিআই’র শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১২ মার্চ ২০২৫

দেশের চামড়া ও আধুনিক পাদুকা শিল্পের অন্যতম পথিকৃৎ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, শিল্প উদ্যোক্তা এবং এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। সৈয়দ মঞ্জুর এলাহী বিসিআই’র প্রতিষ্ঠাকালীন পরিচালক ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর পরিচালনা পর্ষদ ও সব সদস্যের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধূরী (পারভেজ)। এক শোক বার্তায় বিসিআই সভাপতি বলেন, তার মৃত্যুতে আমরা আমাদের একজন প্রিয় অভিভাবককে হারালাম। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মঞ্জুর এলাহী এ দেশের শিল্প ও বাণিজ্যক্ষেত্রে বিশাল অবদান রেখে গেছেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের শোকার্ত সদস্যবর্গের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

এর আগে সৈয়দ মঞ্জুর এলাহী বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইএআর/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।