ফিনল্যান্ডের ব্যবসায়ীদের আগ্রহ নবায়নযোগ্য জ্বালানি খাতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৯ এপ্রিল ২০২৫
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ওই দেশের ব্যবসায়ীদের এ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) জারনো সিরিয়ালার নেতৃত্বে ওই দেশের ব্যবসায়ীদের প্রতিনিধিদল বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি বৈঠকে তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও অন্যান্য বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ তৈরি হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিখাত বিশেষ করে সৌরশক্তি ও বায়ু শক্তি উৎপাদনে ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে।

এরপর ফিনল্যান্ডের ব্যবসায়ীরা জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও ভারতের দিল্লিতে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিম্মো লাহেদিভিরতা বৈঠকে উপস্থিত ছিলেন।

এনএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।