ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহর ব্যাংক হিসাব তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৪ জুলাই ২০২৫
ফাইল ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (১৪ জুলাই) দেশের সব ব্যাংকের কাছে এ বিষয়ে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বিএফআইইউ পাঠানো চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বা স্বার্থসংশ্লিষ্ট অন্য কোনো নামে খোলা হিসাব, লেনদেনের তথ্য, হিসাব ফরম ও হালনাগাদ বিবরণী, সঞ্চয়পত্র, বন্ড, লকার, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড, গিফট কার্ড এবং পাঁচ লাখ টাকা বা তার বেশি মূল্যমানের লেনদেনের ভাউচার আগামী ১৫ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী দেশত্যাগের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পরে, ২০২৩ সালের ২৪ আগস্ট ব্যাংকটির নতুন পর্ষদ গঠন করা হয় এবং ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং এর আগে রূপালী ব্যাংকেও একই পদে দায়িত্ব পালন করেন। অবসরের পর তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে যোগ দেন। শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ে সরাসরি অভিজ্ঞতা না থাকায় তার নিয়োগকে ঘিরে ব্যাংকের অভ্যন্তরে মতভেদ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ইএআর/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।