এবার এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৬ জুলাই ২০২৫
ফাইল ছবি

শৃঙ্খলা পরিপন্থি আচরণের অভিযোগে এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (উপকমিশনার) মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (১৬ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, রাষ্ট্রের অত্যন্ত গোপন দলিল প্রকাশপূর্বক চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণ করায় তার (মুকিতুল হাসানের) বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা মোতাবেক মুকিতুল হাসান এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এনবিআর চেয়ারম্যান অপসারণ ও রাজস্ব বোর্ডের যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়ায় এর আগে এনবিআরের ২১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে সরকার। এরই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় সচিবকে বরখাস্ত করা হলো।

এসএম/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।