পরামর্শক নিয়োগে ইনোভেট ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে বিসিআইসির চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২৩ জুলাই ২০২৫

দেশের বিভিন্ন অঞ্চলে ৩৪টি বাফার গুদাম নির্মাণকাজের তত্ত্বাবধান সেবার জন্য ইনোভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর মতিঝিলে বিসিআইসি ভবন-২-এ এই চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন বিসিআইসির প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মঞ্জুরুল হক এবং ইনোভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী প্রকৌশলী রানা মাসুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিআইসির উপ-প্রধান প্রকৌশলী (সিভিল) এসএম মোজাম্মেল হক, নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইস্তিয়াক শাওন, ইনোভেটের সিনিয়র ম্যানেজার মো. মিজানুর রহমান, ডেপুটি ম্যানেজার জুবায়ের খান, সহকারী ম্যানেজার পারভেজ ঝিনুক ও সিনিয়র অফিসার মুবিনুল হক।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মঞ্জুরুল হক বলেন, এই উদ্যোগ কৃষি ইনপুট সুরক্ষায় মেরুদণ্ড হিসেবে কাজ করবে এবং জাতীয় উন্নয়নে প্রত্যক্ষ অবদান রাখবে।

ইনোভেট সিইও প্রকৌশলী রানা মাসুদ বলেন, আমরা কেবল একটি চুক্তি বাস্তবায়ন করছি না; এটি আমাদের কাছে জাতীয় দায়িত্ব। আমরা যৌক্তিক ফিতে এই প্রকল্প নিয়েছি—লাভ নয়, বরং জাতীয় উন্নয়নে অর্থবহ অবদান রাখাই আমাদের লক্ষ্য। স্বচ্ছতা ও জবাবদিহির নীতিতেই কাজ করে ইনোভেট এবং এই প্রকল্পেও তার ব্যতিক্রম হবে না।

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের আওতায় নির্মিতব্য বাফার গুদামগুলো শুধু সংরক্ষণাগার নয় বরং সার সংরক্ষণ ও বিতরণব্যবস্থা শক্তিশালী করতে কৌশলগত অবকাঠামো হিসেবে কাজ করবে।

বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।