প্রাণ-আরএফএল ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলেন ৪০ শিক্ষার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৬ জুলাই ২০২৫

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল এর নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের হাতে চুক্তিপত্র তুলে দেন প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।

অনুষ্ঠানে কামরুজ্জামান কামাল বলেন, ‘নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শিক্ষার্থীদের শেখার জন্য অনেক বড় একটি সুযোগ। এই প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্যাম্পাসে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। পাশাপাশি তারা আমাদের বিভিন্ন মার্কেটিং, ইভেন্ট ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।’

প্রাণ-আরএফএল ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলেন ৪০ শিক্ষার্থী

তিনি আরও বলেন, ‘এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে বড় ভূমিকা রাখবে। এই প্রোগ্রাম শুধু কোম্পানির প্রচার নয় বরং তরুদের শেখা, বেড়ে ওঠা এবং কর্পোরেট বাস্তবতা সম্পর্কে ধারণা অর্জনে কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং কর্পোরেট জগতের প্রাথমিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে চাই’।

প্রাণ-আরএফএল ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলেন ৪০ শিক্ষার্থী

এ বছরই প্রথমবারের মতো আয়োজিত নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন আয়োজন করা হয়। যেখানে ৪০টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৮০০ জন শিক্ষার্থী আবেদন করেন। এরপর তিনটি ধাপে ২২টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪০ জনকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়েছে।

প্রাণ-আরএফএল ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলেন ৪০ শিক্ষার্থী

অ্যাম্বাসেডররা আগামী এক বছর নিজ নিজ ক্যাম্পাসে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধি হিসেবে ক্যারিয়ার সেমিনার, ওয়ার্কশপ ও প্রোমোশনাল ইভেন্টে নেতৃত্ব দেবেন। তারা সুযোগ পাবেন প্রাণের সঙ্গে কাজ করার। পাবেন ফ্যাক্টরি ভিজিটসহ নানান বাস্তব অভিজ্ঞতা। এরপর একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অফ দ্য ইয়ার হিসেবে পাবেন আর্থিক সন্মাননা।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার আলী হাসান, প্রাণ গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান রঞ্জন কুমার দে, আরএফএল গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান রাইয়ান হোসেন, হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া তাবাস্মুম আহ্মেদ ও কর্পোরেট ব্র্যান্ডের অ্যাসিসট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার শেখ হামীম আলী উপস্থিত ছিলেন।

এনএইচ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।