মিডল্যান্ড ব্যাংক-টালিখাতার উদ্যোগ

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ডিজিটাল আর্থিক সেবায় নতুন সম্ভাবনা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ এএম, ০২ আগস্ট ২০২৫
ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল আর্থিক সেবা দিতে মিডল্যান্ড ব্যাংক ও টালিখাতার মধ্যে সমঝোতা স্মারক সই

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং দেশের প্রথম সারির ডিজিটাল হিসাব ও পেমেন্ট প্ল্যাটফর্ম টালিখাতা এখন থেকে দেশের লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য একসঙ্গে কাজ করবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে তৈরি এই অংশীদারত্বের মূল লক্ষ্য ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলা, লেনদেন, সঞ্চয় এবং ঋণের সুবিধা সহজ করে দেওয়া।

এই কৌশলগত অংশীদারত্বে মিডল্যান্ড ব্যাংকের অ্যাডভান্সড এপিআই ব্যবহার করে অভিনব ব্যাংকিং সেবা দেবে টালিখাতার ডিজিটাল ওয়ালেট টালি’পে যা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরা সহজেই অ্যাকাউন্ট খোলা, ডিজিটাল লেনদেনসহ নানান ব্যাংকিং সেবা নিতে পারবেন।

মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান এবং টালিখাতার পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. শাহাদাত খান চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন

এছাড়াও অনুষ্ঠানে টালিখাতার চিফ বিজনেস অফিসার মো. আবু তালেব, চিফ গ্রোথ অফিসার মুহাম্মদ আওলাদ হোসেন, স্ট্র্যাটেজি প্রধান মো. জহিরুলি ইসলাম; মিডল্যান্ড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নাজমুল হুদা সরকার, রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আকতার, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. হাসিবুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টালিখাতার সিইও ড. শাহাদাত খান বলেন, মিডল্যান্ড ব্যাংকেরর সঙ্গে এই অংশীদারত্বে আমরা অনেক আনন্দিত। তাদের ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের আরও ভালোভাবে সেবা দিতে সাহায্য করবে এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম আরও জোরদার করবে।

মিডল্যান্ড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন বলেন, টালিখাতার সঙ্গে এই অংশীদারত্ব আমাদের ডিজিটাল ইনোভেশনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক আর্থিক অগ্রগতি ত্বরান্বিত করবে। আমরা একসঙ্গে দেশের লাখো ব্যবসায়ীকে মূল ধারার ব্যাংকিং সেবা দিতে সক্ষম হবো।

এই অংশীদারত্বের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট (এ-টু-এ) টাকা লেনদেন, মার্চেন্টদের জন্য ভার্চুয়াল অ্যাকাউন্ট সুবিধা, পেমেন্টের ক্ষেত্রে নেটওয়ার্ক ইন্টিগ্রেশন (এফটি, বিইএফটিএন, আরটিজিএস, এনপিএসবি), কার্ড প্রোডাক্টস, ইএমআই সেবা এজেন্ট ব্যাংকিং এবং ডিজিটাল ছোট ঋণ ও সঞ্চয় সেবা।

এই উদ্যোগ একটি দীর্ঘমেয়াদি অংশীদারত্বের সূচনা, যা আগামী দিনে আরও নতুন আর্থিক সেবার উদ্ভাবন এবং সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য টেকসই সমাধান নিয়ে আসবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।