৩০ কোটি ডলার দিবে বিশ্ব ব্যাংক, চুক্তি সই
শিশুর পুষ্টি ও দরিদ্র্য মায়ের ৩০ কোটি ডলার দিবে বিশ্ব ব্যাংক। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২ হাজার ৪শ কোটি টাকা। ৬ লাখ দরিদ্র্য নারীকে সরাসরি ভাবে নগদ এই সহায়তা দেওয়া হবে।
সোমবার বিশ্ব ব্যাংক এক সংবাদ বিবৃতিতে একথা জানিয়েছে। এতে বলা হয়, ৬ বছরের গ্রেস পিরিয়ড়সহ ৩৮ বছরে পরিশোধ যোগ্য এই ঋণের সার্ভিস চার্জ হবে দশমিক ৭৫ শতাংশ।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং বিশ্ব ব্যাংকের পক্ষে আবাসিক প্রধান জোহান্স জুত ঋণ চুক্তিতে সই করেন।
এ বিষয়ে জোহান্স জুত বলেন, শিশুর পুষ্টি নিশ্চিত করতে এই সহায়তা। যাতে তাদের মেধার বিকাশ ঘটে।
এসময় মেজবাহ উদ্দিন বলেন, ভালো সামাজিক নিরাপত্তা কর্মসূচি সামজিক ভাবে দরিদ্র্যদের এগিয়ে যেতে সহায়তা করবে।
এসএ/আরএস/আরআই