শেষ দিনে ভিড় বাড়ছে আবাসন মেলায়, ক্রেতারা খুঁজছেন পছন্দের ফ্ল্যাট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫
শেষ দিনে মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে

শেষ দিনে এসে জমে উঠেছে দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার-২০২৫। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে।

সকালে তুলনামূলক কম উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার-পরিজন নিয়ে অনেকেই মেলায় আসতে শুরু করেন। শহরের যানজট ও ব্যস্ততার মধ্যেও শেষ সুযোগ কাজে লাগাতে মেলার বিভিন্ন স্টলে ভিড় করেন আগ্রহী ক্রেতারা। কেউ খুঁজছেন সাধ্যের মধ্যে পছন্দের ফ্ল্যাট, কেউ আবার ভবিষ্যৎ বিনিয়োগের জন্য প্লট সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

মেলায় আসা মিরপুরের বাসিন্দা রাশেদা মাহমুদ বলেন, মেলার শেষ দিন বলে আজ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। কয়েকটি প্রকল্প ঘুরে দেখেছি, পরিবারের সবার পছন্দ মিললে আজই বুকিং দেওয়ার ইচ্ছা আছে।

ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর স্টলগুলোতে ছিল ক্রেতাদের সরব উপস্থিতি। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা প্রকল্পের অবস্থান, মূল্য, কিস্তির সুবিধা এবং মেলা উপলক্ষে দেওয়া বিশেষ ছাড় সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছেন। বিশেষ করে ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে।

রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া বলেন, শেষ দিনে দর্শনার্থীদের উপস্থিতি প্রত্যাশার চেয়েও ভালো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ছে। আমরা আশা করছি, আজ উল্লেখযোগ্য সংখ্যক বুকিং সম্পন্ন হবে।

উত্তরা এলাকার একটি প্রকল্প সম্পর্কে খোঁজ নিতে আসা গৃহিণী নাসরিন আক্তার বলেন, এক জায়গায় অনেক প্রকল্প দেখা যায় বলেই মেলায় আসা। দাম ও সুযোগ-সুবিধা তুলনা করা সহজ হয়।

আয়োজকরা জানান, মেলার শেষ দিনে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ভিড় অব্যাহত থাকবে বলে তাদের প্রত্যাশা। শেষ মুহূর্তে অনেক ক্রেতাই আবার ফিরে এসে সিদ্ধান্ত চূড়ান্ত করছেন।

সব মিলিয়ে রিহ্যাব ফেয়ার ২০২৫-এর শেষ দিন পরিণত হয়েছে ক্রেতা ও ডেভেলপারদের এক প্রাণবন্ত মিলনমেলায়। শনিবার সন্ধ্যায় পর্দা নামবে বহুল প্রত্যাশিত এই আবাসন মেলার।

ইএআর/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।