গৃহিণীদের গ্যাসের চুলা ব্যবহারের পরামর্শ দিলো আরএফএল
গ্যাসের চুলা ব্যবহারে গৃহিণীদের সতর্কতা অবলম্বন ও জনসচেতনতা তৈরির উপর গুরুত্বারোপ করেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)। সোমবার রাজশাহীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় গ্যাসের চুলা ব্যবহারে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
আরএফএল গ্যাস স্টোভ আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ১০০ জন গৃহিণী অংশগ্রহণ করেন। সভায় চুলা জ্বালানোর আগে রান্নাঘরের জানালা খোলা রাখা, চুলার চাবি বন্ধ আছে কিনা লক্ষ্য রাখা, উন্নতমানের গ্যাসের চুলা ব্যবহার করাসহ দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
রাজশাহীর নিউ উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আরএফএল গ্যাস স্টোভ-এর সহকারী মহাব্যবস্থাপক আকরামুল হক, ব্র্যান্ড ম্যানেজার নাজমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
RFL shares info with housewives on gas stove
আরএস/এবিএস