দৌলতদিয়া-পাটুরিয়া রুটে রাজস্ব আয় কমেছে


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

টানা হরতাল-অবরোধের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি টাকা। ফেরি পারাপারে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় এ ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ও পাটুরিয়া অফিস সূত্র জানায়, অনির্দিষ্টকালের অবরোধের সঙ্গে থেমে থেমে হরতাল থাকায় এ রুট দিয়ে প্রতিদিন গড়ে দেড় হাজার যানবাহন কম পার হচ্ছে। এর মধ্যে দৌলতদিয়াঘাট দিয়ে ৫শ এবং পাটুরিয়াঘাট দিয়ে পারাপার কমে গেছে প্রায় ১ হাজার যানবাহন। স্বাভাবিক সময়ে উভয় ঘাট দিয়ে পারাপার হতো প্রায় সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার যানবাহন। এতে করে দৌলতদিয়া প্রান্তে প্রতিদিন গড়ে রাজস্ব আয় কম হচ্ছে ৩ থেকে ৪ লাখ এবং পাটুরিয়া প্রান্তে কমেছে ১০ থেকে ১২ লাখ টাকা। ১০ ফেব্র“য়ারি পর্যন্ত গত ৩৬ দিনে উভয় ঘাট মিলে মোট রাজস্ব আয় কমেছে প্রায় ৫ কোটি টাকার ওপর।

ঈগল পরিবহনের ঘাট সুপারভাইজার ভরত মণ্ডল জানান, তাদের কোম্পানির ৫০ থেকে ৫৫টি কোচ নিয়মিত এ ঘাট দিয়ে ফেরি পার হতো। কিন্তু গত এক মাসে দৈনিক পার হচ্ছে মাত্র ৮-১০টি করে কোচ। ট্রিপ কমে যাওয়ায় এর সঙ্গে সংশ্লিষ্ট ১২ জন কর্মচারী বেকার হয়ে পড়েছেন।

একে ট্রাভেলসের দৌলতদিয়া ঘাট সুপারভাইজার শহিদুল ইসলাম জানান, তাদের কোম্পানির ৬০ থেকে ৬৫টি কোচ প্রতিদিন এ ঘাট দিয়ে নিয়মিত যাতায়াত করে। কিন্তু অবরোধের কারণে সেখানে সর্বোচ্চ ১২ থেকে ১৫টি কোচ চলাচল করছে। এদিকে যানবাহন পারাপার কমে যাওয়ায় উভয় ঘাটের ওপর নির্ভরশীল কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, কুলি-মজুর, ভিক্ষুক ও পরিবহন শ্রমিকের রোজগার কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।