দেশে ব্যক্তি পর্যায়ের করদাতার সংখ্যা ১৪ লক্ষ ৫৪ হাজার
বর্তমানে দেশে ব্যক্তি পর্যায়ের মোট করদাতা সংখ্যা ১৪ লাখ ৫৪ হাজার ৭৯ জন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি আরো বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চলমান ই-টিআইএন রেজিস্ট্রেশন ও ডাটাবেইজ ‘ক্লিনজিং’ কর্মসূচির আওতায় ১০ ডিজিটের পুরাতন টিআইএন’র পরিবর্তে বিগত ২০১৩ সালের ১ জুলাই থেকে ১২ ডিজিটের ই-টিআইএন চালু করা হয়েছে।
সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরের সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৯ হাজার ৭২২ কোটি টাকা। এরমধ্যে জুলাই থেকে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত ৬ মাসের লক্ষ্যমাত্রা হলো ৬০ হাজার ৪৫৩ কোটি টাকা।
তিনি বলেন, এ ৬ মাসে আদায় হয়েছে ৫৯ হাজার ৬৩ কোটি টাকা। আদায়ের হার ৯৭ দশমিক ৭ ভাগ এর ধারাবাহিকতায় আশা করা যাচ্ছে যে, চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণকল্পে এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে ৪৪.২০ লাখ টাকার অধিক আয়ের উপর করের হার ২৫ ভাগ থেকে বৃদ্ধি করে ৩০ ভাগ করা হয়েছে। এছাড়া সম্পদের মালিকানার ভিত্তিতে ক্রমবর্ধমান হারে ১০ ভাগ থেকে ২৫ ভাগ পর্যন্ত সারচার্জ আরোপ করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ‘ভলান্টারি কমপ্লেনস’ নিশ্চিতকরণের মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে ২০১৪-১৫ কর বছরের আয়কর রিটার্ন দাখিলে সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতির সংশোধন আনা হয়েছে। এতে একজন করদাতা কতিপয় শর্ত পূরণ করে পূর্ববর্তী করবর্ষের নিরূপিত আয়ের ২০ ভাগের বেশি আয় প্রদর্শন করে আয়কর রিটার্ন দাখিল করলে তা অডিটের জন্য নির্বাচিত হবে না।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, বর্তমানে একজন করদাতা খুব সহজেই অনলাইনে ই-টিআইএন গ্রহণপূর্বক তার আয়কর প্রদান করতে পারেন। ‘এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক’-এর সহযোগিতায় অনলাইন রিটার্ন দাখিলের জন্য একটি প্রকল্প চলমান আছে। আশা করা যায়, ২০১৫ সালের শেষ নাগাদ সকল কর অঞ্চলের করদাতাগণ অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
আরএস/পিআর