সাড়ে ৬ লাখ শেয়ার বেচবে, কিনবে ৪ লাখ


প্রকাশিত: ০৬:০২ এএম, ১১ জুন ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত  ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের দুইজন উদ্যোক্তা পরিচালক শেয়ার কেনা-বেচার ঘোষণা দিয়েছেন।  এর মধ্যে একজন সাড়ে ৬ লাখ শেয়র বিক্রি করবেন। অপরজন চার লাখ শেয়র কিনবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মিজানুর রহমান চোধুরী ৬ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা পরিচালকের কাছে কোম্পানির মোট ৯১ লাখ ৬২ হাজার ৯৯৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

অন্যদিকে, ব্যাংকের আরেক উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ সেলিম ৪ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দুইজন  উদ্যোক্তা পরিচালক  শেয়র কেনা বেচা  করবেন বলে জানিয়েছেন।

তথ্য অনুযায়ী, ব্যাংকটির শেয়ারের দর ১০ থেকে ১০ টাকা ২০ পয়সায় কেন্ বেচা হচ্ছে।

এসআই/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।