শিল্পমন্ত্রীর নেতৃত্বে বেলারুশ যাচ্ছেন ব্যবসায়ীরা


প্রকাশিত: ১১:২২ এএম, ২০ জুলাই ২০১৫

বেলারুশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে ষোল সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধিদল বেলারুশ যাচ্ছেন। সোমবার রাতে তারা বেলারুশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবদুল জলিল নিশ্চিত করেছেন।
 
প্রতিনিধিদলে রয়েছেন- শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনজুর আলম ভূঁঞা, এফবিসিসিআই’র সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মো. আমিনুল হক, মোহাম্মদ নিজাম উদ্দিন, মাছুদ পারভেজ খান ও মো. আবুল আয়েছ খান, ডিসিসিআই’র পরিচালক খন্দকার মুক্তাদির, শাহজাদা এ হামিদ, মো. ইকরাম ঢালী ও রাশেদুল আহসান, এমএ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবীর, সুনামগঞ্জ অব চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি সুজীব রঞ্জন দাশ, জে.এস.এম কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিন সিকদার, মেসার্স রূপায়ন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাজীব রায়।
 
উল্লেখ্য, বেলারুশ সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদল এ সফরে যাচ্ছেন। দু’দিনের এ সফরে তারা বেলারুশের বিশ্বখ্যাত ট্রাক্টর, কৃষি যন্ত্রপাতি, ট্রাক ও সড়ক নির্মাণ যন্ত্রপাতি উৎপাদন কারখানা পরিদর্শন করবেন। পরিদর্শনকালে বেলারুশ থেকে এসব পরিবহন ও যন্ত্রপাতি আমদানির বিষয়ে আলোচনা হবে। একই সাথে এসব কৃষি যন্ত্রপাতি বাংলাদেশে যৌথ উদ্যোগে উৎপাদনের বিষয়েও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।  
 
সফরকালে আমির হোসেন আমু বেলারুশের উপ-প্রধানমন্ত্রী সেমাসকো ভি আই শিল্পমন্ত্রী ভক ভি এম বাণিজ্যমন্ত্রীসহ স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তিনি সেখানে বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকারের দেয়া বিভিন্ন প্রণোদনার বিষয় তুলে ধরবেন।

এছাড়া তিনি বেলারুশে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাদুঘর এবং বেলারুশের জাতীয় লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করবেন। প্রতিনিধিদলের এ সফর বেলারুশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।

এর মাধ্যমে বাংলাদেশের শিল্পখাতে বেলারুশের অত্যাধুনিক প্রযুক্তি স্থানান্তরের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রীর নেতৃত্বে সফরকারী প্রতিনিধিদলের ২৬ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

এসআই/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।